Wellcome to National Portal

এসআরডিআই, আঞ্চলিক গবেষণাগার, ঝিনাইদহ এর তথ্য বাতায়ানে আপনাকে স্বাগত জানাচ্ছি।          সেবা পেতে যোগাযোগ করুণ:  ফোন (অফিস) : ০২৪৭৯৯৪৬৬২৯, ই-মেইল: srdijhenidahlab@gmail.com  

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বিশ্ব মৃত্তিকা দিবস ২০২১ পালন
বিস্তারিত

প্রকাশন তারিখ : 2021-12-11

‘লবণাক্ততা রোধ করি, মাটির উৎপাদনশীলতা বৃদ্ধি করি’ এ প্রতিপাদ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদায় বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গত ০৫ ডিসেম্বর, ২০২১ রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে কৃষি মন্ত্রণালয় কর্তৃক সেমিনার ও শোকেসিং, সয়েল কেয়ার অ্যাওয়ার্ড, সয়েল অলিম্পিয়াড ও বিশ্ব মৃত্তিকা দিবস পুরস্কার বিতরণ  অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসানুজ্জামান কল্লোল। এরপর বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষ্যে নির্মিত প্রানাণ্যচিত্র প্রদর্শন করা হয়। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক বিধান কুমার ভান্ডারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী কৃষিবিদ ড. মো. আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন, ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এবং কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: মেসবাহুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, এফএওর বাংলাদেশ প্রতিনিধি রবার্ট ডি সিম্পসন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী কৃষিবিদ ড. মো. আব্দুর রাজ্জাক মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট প্রকাশিত ‘সয়েল অ্যাটলাস অব বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করেন। 

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
03/02/2022
আর্কাইভ তারিখ
12/12/2021