Wellcome to National Portal

এসআরডিআই, আঞ্চলিক গবেষণাগার, ঝিনাইদহ এর তথ্য বাতায়ানে আপনাকে স্বাগত জানাচ্ছি।          সেবা পেতে যোগাযোগ করুণ:  ফোন (অফিস) : ০২৪৭৯৯৪৬৬২৯, ই-মেইল: srdijhenidahlab@gmail.com  

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক প্রধান অর্জনসমূহ

সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ:

মৃত্তিকা ব্যবস্থাপনা কার্যক্রমের মাধ্যমে দেশের দক্ষিন পশ্চিমাঞ্চলে অবস্থিত ঝিনাইদহ ও মাগুরা জেলার ক্রমহ্রাসমান আবাদী জমি ও মৃত্তিকা সম্পদের যৌক্তিক, লাভজনক ও টেকসই ব্যবহার নিশ্চিতকরণ এ গবেষণাগারের প্রধান কাজ। বিগত ৩ বছরে উক্ত গবেষণাগারের মাধ্যমে প্রায় ২৫০০ টি মৃত্তিকা নমুনা বিশ্লেষণ করা হয়েছে এবং প্রায় ১৩০০ টি সার সুপারিশ কার্ড প্রদান করা হয়েছে। মাটির নমুনা সংগ্রহ ও সুষম সার ব্যবহার এবং সরেজমিনে ভেজাল সার সনাক্তকরণ বিষয়ে ৩৪০ জন কৃষক, কৃষি সম্প্রসারণ কর্মী, সার ডিলার ও জন প্রতিনিধিকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রায় ৮০০ টি “মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি” এবং ২০০ টি “সরেজমিনে ভেজাল সার সনাক্তকরণের পদ্ধতি” বিষয়ক পুস্তিকা বিতরণ করা হয়েছে। দেশের সকল উপজেলায় ডিজিটাল পদ্ধতিতে কৃষকের চাহিত ফসলের জন্য সুষম সার সুপারিশ কার্যক্রম এর পাশাপাশি অফলাইন ডিজিটাল সার সুপারিশ কার্যক্রম চালু করা হয়েছে এবং কৃষক, সম্প্রসারণ কর্মী, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাবৃন্দ ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দের চাহিদা মাফিক বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও সুপারিশ প্রদান করা হয়েছে। কোভিড-১৯ পরিস্থিতিতে পতিত জমি ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রায় ২০০০ টি ফল ও সবজির চারা বিতরণ করা হয়েছে।