মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনিউস্টিউট, আঞ্চলিক গবেষণাগার, ঝিনাইদহ হচ্ছে এসআরডিআই, কৃষি মন্ত্রণালয়ের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন একটি সরকারি গবেষণাগার এবং NARS (National Agricultural Research System) ভুক্ত প্রতিষ্ঠান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ০৬ সেপ্টেম্বর, ২০০৬ খ্রিস্টাব্দ তারিখে এটি উদ্বোধন করেন। গবেষণাগার এর প্রধান নির্বাহী হচ্ছেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। একজন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, দুইজন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, তিনজন বৈজ্ঞানিক কর্মকর্তা ও অন্যান্য কর্মচারী নিয়ে এর সাংগঠনিক কাঠামো গঠিত।
মৃত্তিকা ব্যবস্থাপনা কার্যক্রমের মাধ্যমে দেশের দক্ষিন পশ্চিমাঞ্চলে অবস্থিত ঝিনাইদহ ও মাগুরা জেলার ক্রমহ্রাসমান আবাদী জমি ও মৃত্তিকা সম্পদের যৌক্তিক, লাভজনক ও টেকসই ব্যবহার নিশ্চিতকরণ এ গবেষণাগারের প্রধান কাজ। গবেষণাগারের কর্মকর্তাগণ কৃষকের মৃত্তিকা নমুনা গবেষণাগারে যথাযথভাবে বিশ্লেষণ করে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সুষম মাত্রার সার সুপারিশ দিয়ে থাকেন।
এর প্রধান কার্যালয় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট মৃত্তিকা ভবন, কৃষি খামার সড়ক, ঢাকা-১২১৫ ঠিকানায় অবস্থিত।
যোগাযোগ:
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট
আঞ্চলিক গবেষণাগার, মুরারিদহ, ঝিনাইদহ।
ফোন (অফিস) : ০২৪৭৯৯৪৬৬২৯
ই-মেইল: srdijhenidahlab@gmail.com
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS