Wellcome to National Portal

এসআরডিআই, আঞ্চলিক গবেষণাগার, ঝিনাইদহ এর তথ্য বাতায়ানে আপনাকে স্বাগত জানাচ্ছি।          সেবা পেতে যোগাযোগ করুণ:  ফোন (অফিস) : ০২৪৭৯৯৪৬৬২৯, ই-মেইল: srdijhenidahlab@gmail.com  

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Soil Sample Collection Manual

মাটি পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সঠিকভাবে মাটি বা মৃত্তিকা নমুনা সংগ্রহ করা। এসআরডিআই প্রণীত মৃত্তিকা নমুনা সংগ্রহ পদ্ধতি  পড়ে সঠিকভাবে মৃত্তিকা নমুনা সংগ্রহ করে গবেষণাগারে প্রেরণ করা হলে মাটির পুষ্টি গুণাগুণ সঠিকভাবে নিরূপণ করা সম্ভব হয়। প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুণ। 


যোগাযোগ:

প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট

আঞ্চলিক গবেষণাগার, মুরারিদহ, ঝিনাইদহ।

ফোন (অফিস) : ০২৪৭৭৭৪৬৬২৯

ই-মেইল: srdijhenidahlab@gmail.com